Latest News

6/recent/ticker-posts

Ad Code

সন্ত্রাসবাদী দমন অভিযানে নিহত দুই জঙ্গি, শহীদ দুই সেনা জওয়ান

সন্ত্রাসবাদী দমন অভিযানে নিহত দুই জঙ্গি, শহীদ দুই সেনা জওয়ান

KULGAM ENCOUNTER,” “TERRORISTS KILLED,” “SOLDIERS MARTYRED,” and “JAMMU & KASHMIR

কুলগাম, জম্মু ও কাশ্মীর  ৯ সেপ্টেম্বর ২০২৫ — সোমবার সকাল থেকে চলা সন্ত্রাসবাদী দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল ভারতীয় সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুড্ডু বনাঞ্চলে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। তবে এই সংঘর্ষে শহীদ হয়েছেন দুই সেনা জওয়ান—সুবেদার পি গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধু।

সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, গুড্ডু বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর সোমবার সকালে যৌথ অভিযান শুরু করে সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী। অভিযানের সময় জঙ্গিরা প্রথমে গুলি চালায়, যার পাল্টা জবাব দেয় সুরক্ষা বাহিনী। এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হলেও, সংঘর্ষে প্রাণ হারান দুই সাহসী সেনা সদস্য।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও গুলির লড়াই চলছে। গোটা অঞ্চল ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনো জঙ্গি পালাতে না পারে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এলাকাবাসীদের নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকতে বলা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code