Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরিহারা গ্রুপ ‘সি’ ও ‘ডি’ কর্মীদের ভাতা স্থগিতেই; অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট

চাকরিহারা গ্রুপ ‘সি’ ও ‘ডি’ কর্মীদের ভাতা স্থগিতেই; অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট

Calcutta Highcourt


পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের মে মাসে ঘোষণা করেছিল, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র চাকরিহারা কর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ ‘সি’-র জন্য ২৫ হাজার টাকা এবং গ্রুপ ‘ডি’-র জন্য ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরপর আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

সম্প্রতি বিচারপতি অমৃতা সিংহ সেই স্থগিতাদেশের মেয়াদ আরও চার মাস দশ দিন বাড়িয়ে দিলেন। অর্থাৎ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ওই ভাতা কার্যকর হবে না। এর ফলে আপাতত হাজার হাজার চাকরিহারা কর্মী সরকারের ঘোষিত অর্থসাহায্য থেকে বঞ্চিত থাকবেন।

আদালতে বিচারপতি প্রশ্ন তোলেন, কী ভিত্তিতে ভাতার অঙ্ক নির্ধারণ করা হয়েছে? সুপ্রিম কোর্টের রায়ের পরে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও ধরনের আলোচনাও কি হয়েছিল? মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয়, শুধু সুপ্রিম কোর্টের নির্দেশকে ভিত্তি করে এত বড় অঙ্কের ভাতা ঘোষণা করা যায় না। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন, সরকার আইন মেনে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে আদালত বিষয়টি এখনও বিচারাধীন রেখেছে।

ফলে এখন অন্তত আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের গ্রুপ ‘সি’ ও ‘ডি’ চাকরিহারা কর্মীদের জন্য ঘোষিত ভাতা চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই। আদালতের এই পদক্ষেপে একদিকে যেমন সরকারের নীতিনির্ধারণ প্রশ্নের মুখে পড়েছে, তেমনি কর্মীদের মধ্যে হতাশাও তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code