Latest News

6/recent/ticker-posts

Ad Code

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা, শহিদ ৩ জওয়ান

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা, শহিদ ৩ জওয়ান

Manipur violence, Assam Rifles attack, Bishnupur ambush, Manipur convoy shooting, jawan martyrdom, Imphal to Bishnupur, Manipur unrest, armed militant

শান্তির বার্তার পরও ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলার নাম্বোল সবাল লেইকাই এলাকায় অসম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা চালাল বন্দুকবাজের দল। এই ভয়াবহ হামলায় শহিদ হয়েছেন তিন জওয়ান, আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৫.৫০ থেকে ৬টার মধ্যে ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া একটি ‘টাটা ৪০৭’ গাড়িতে থাকা ৩৩ জন অসম রাইফেলস জওয়ানের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। অপর একজনের মৃত্যু হয় হাসপাতালে।

হামলার পর বন্দুকবাজরা এলাকা ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। গোটা অঞ্চল ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এই কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। শহিদ জওয়ানদের বীরত্ব ও নিষ্ঠা দেশবাসীর কাছে অনন্য উদাহরণ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংও এই হামলাকে “নৃশংস আঘাত” বলে উল্লেখ করে শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “এই জওয়ানদের সাহস ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। অপরাধীরা কঠোরতম শাস্তি পাবে।”

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকার বারবার বার্তা দিচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, রাজ্যের কিছু অংশে এখনও অশান্তির ছায়া ঘনিয়ে রয়েছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code