একাধিক দাবিতে DRM-কে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চ
মুর্শিদাবাদ জেলার রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের কর্মসূচি অংশ হিসেবে আজকে জিয়াগঞ্জ স্টেশন মাস্টারের মধ্য দিয়ে ডি আর এম শিয়ালদাকে ডেপুটেশন দেওয়া হল জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেলওয়ে প্যাসেঞ্জার ও নাগরিক মঞ্চের পক্ষ থেকে। তাদের মূল দাবি ছিল লালগোলা থেকে শিয়ালদহ যে সমস্ত ট্রেনগুলো চলছে তাতে টয়লেট ব্যবস্থা পুনরায় চালু করা সাথে জিয়াগঞ্জ সহ আজিম গঞ্জের বেশ কিছু স্টেশনের উন্নয়ন প্রকল্পে হাত দেওয়া।
এছাড়াও তারা এই ডেপুটেশনের মধ্য দিয়ে জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকেও হাঁটবেন। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের সভাপতি সুভাষ পান্ডে, সম্পাদক রাজা ঘোষ, সহ সম্পাদক ছোটন গোস্বামী, কোষাধ্যক্ষ রাজু দাস, মুর্শিদাবাদ জেলা রেল প্যাসেঞ্জার্স ফোরামের সহ সভাপতি পার্থ ঘোষ, জিয়াগঞ্জ নাগরিক মঞ্চের সভাপতি সাদেরুল আমিন, অরুনাশিষ ভট্টাচার্য, সন্টু বোস প্রমুখ।
দাবি সমূহের সমর্থনে স্টেশন চত্বরে স্লোগান দেওয়া হয়। সভাপতি সুভাষ পান্ডে জানান আগমী ৯ তারিখে (৯ সেপ্টেম্বর, ২৩ শে ভাদ্র) গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হবে, যেট পূর্ব নির্ধারিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊