Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্ত্রী আসবে তাই তড়িঘড়ি রাস্তা মেরামত! রাজনৈতিক চাপানউতোর

মন্ত্রী আসবে তাই তড়িঘড়ি রাস্তা মেরামত! রাজনৈতিক চাপানউতোর 


Jalpaiguri



জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে মন্ত্রী আসার আগে তড়িঘড়ি রাস্তাঘাট মেরামতি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর।

ধুপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, এলাকার বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধি।

অনুষ্ঠানে মন্ত্রীর আগমন ঘিরেই দেখা দেয় অস্বস্তি। কারণ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট বেহাল। কাদা, গর্ত আর কর্দমাক্ত অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ সীমাহীন। অভিযোগ, প্রশাসন এতদিন সেই দিকে নজর দেয়নি। অথচ মন্ত্রীরা যাতে দুর্গন্ধমাখা, কর্দমাক্ত রাস্তায় যেতে না হয়, তাই অনুষ্ঠানের দিন সকালেই তড়িঘড়ি শুরু হয় রাস্তা সংস্কারের কাজ।

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, “আমাদের দুর্ভোগের কথা কেউ ভাবেনি। কিন্তু মন্ত্রী আসবেন শুনেই একদিনে রাস্তা চকমক হয়ে গেল। এটা ভোটের রাজনীতি ছাড়া আর কিছু নয়।”

অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সরকারের নিয়মিত কর্মসূচির অংশ। রাস্তাঘাট উন্নতির কাজ আগে থেকেই পরিকল্পনায় ছিল, অনুষ্ঠানকে ঘিরে তা দ্রুত করা হয়েছে মাত্র।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ধুপগুড়ি জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দল অভিযোগ তুলেছে, সাধারণ মানুষের সমস্যায় সরকারের কোনও নজর নেই, মন্ত্রীদের স্বাচ্ছন্দ্যই যেন আসল অগ্রাধিকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code