Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিকিৎসক-সহ ১০ জন গ্রেফতার, শিশু বিক্রির অভিযোগে তোলপাড়

চিকিৎসক-সহ ১০ জন গ্রেফতার, শিশু বিক্রির অভিযোগে তোলপাড়

A fake child adoption racket exposed in Uttar Pradesh following a kidnapping probe. Ten people, including a doctor, arrested for selling children using forged documents across Delhi, Uttarakhand, and beyond.

উত্তরপ্রদেশে এক শিশুর অপহরণ তদন্তের সূত্র ধরে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা একটি ভুয়ো দত্তকচক্রের হদিস পেয়েছে পুলিশ। নথি জাল করে শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক চিকিৎসক-সহ মোট ১০ জনকে। প্রতারণার এই জাল ছড়িয়েছিল দিল্লি থেকে উত্তরাখণ্ড পর্যন্ত। নিঃসন্তান দম্পতিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত ২২ আগস্ট, যখন উত্তরপ্রদেশের বাসিন্দা সুরেশ থানায় অভিযোগ জানান, তাঁর সন্তান বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ। পুলিশ সিসিটিভি ফুটেজে এক মহিলাকে শিশুটিকে নিয়ে যেতে দেখেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফতেহাবাদে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদে উঠে আসে কে কে হাসপাতালের নাম, যেখানে পৌঁছে তদন্তকারীরা এক চিকিৎসককে গ্রেফতার করেন।

অভিযোগ, দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুদের অপহরণ করে ভুয়ো দত্তক নথি তৈরি করে মোটা টাকায় বিক্রি করা হত। প্রতিটি শিশুর জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হত, যা নগদ ও অনলাইন মাধ্যমে লেনদেন করা হত। দম্পতিদের কাছে শিশু হস্তান্তরের আগে জন্মনিবন্ধন, হাসপাতালের নথি ও দত্তকপত্র জাল করা হত।

এই ঘটনায় চিকিৎসক-সহ আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, চক্রে আরও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। শিশু অধিকার রক্ষা কমিশন ও প্রশাসনিক সংস্থাগুলি বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার এবং দত্তক সংক্রান্ত নথি যাচাই করার আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code