দিনহাটায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বার লাইব্রেরী ভবনের উদ্বোধন
দিনহাটা: দিনহাটা পৌরসভার অন্তর্গত বার অ্যাসোসিয়েশনের নতুন দ্বিতল বার লাইব্রেরী ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে দুই কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
রবিবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পৌরপ্রধান, বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ একটি মন্তব্য করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, "২০২৬ সালের নির্বাচন পর্যন্ত, অর্থাৎ মাত্র একটি বছর, আমাকে মনে রাখুন। এরপর আপনারা মত বদলাতে পারেন।" মন্ত্রীর এই মন্তব্যকে অনেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 'ভোট বৈতরণী পার' করার ইঙ্গিত বলে মনে করছেন।
অন্যদিকে, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার বক্তব্যে বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। তিনি বলেন, "নির্বাচনের সময় এলে বার অ্যাসোসিয়েশনের বেশ কিছু আইনজীবী সামাজিক মাধ্যমে পোস্ট এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে রাজ্য সরকারের বিরোধিতা করেন।" এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊