কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের ৩৯তম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
কলকাতা, ১২ই সেপ্টেম্বর, ২০২৫: কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে গত ১২ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কলকাতা পুলিশ ডিরেক্টরেট (কেপিডি) স্টাফ ক্লাব তাদের ৩৯তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। সন্ধ্যা ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পূর্ণ প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় শ্রীমান দেবার্ঘ্য বোসের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এরপর ক্লাবের বার্ষিক সাহিত্য পত্রিকা "অর্চি"-র বিশেষ সংখ্যা ২০২৫-এর মোড়ক উন্মোচন করা হয়। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। স্বাগত ভাষণ দেন কলকাতা আরক্ষা আধিকারিক এবং লালবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরবর্তীতে তাঁদের হাত দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সাংস্কৃতিক সন্ধ্যায় সদ্য প্রয়াত সদস্য সুবীর সরকারের কর্মময় জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এরপর মিহির শুরের নির্দেশনায় "চিত্ত বিনিময়" নামে একটি নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। তাঁর গান দর্শক-শ্রোতাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কেপিডি স্টাফ ক্লাবের সদস্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊