উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার
জলপাইগুড়ি: আসন্ন দুর্গাপূজার আগে চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চরমে উঠেছে। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফরের খবর সামনে আসতেই তীব্র কটাক্ষ করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ হারেই পুজোর বোনাস দিতে হবে, এর কম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বুধবার জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংসদ মনোজ টিগ্গা এই মন্তব্য করেন। ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়ের নেতা হিসেবে তিনি চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, “৩৪ বছরের বাম আমলে এতবার কোনো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেননি এটা ঠিক, কিন্তু বিগত ১১ বছরে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, ঠিক তার আগেই কিছু চা বাগান খুলেছে। কিন্তু ওনারা কলকাতা ফিরে যাওয়ার পরপরই আবার সেগুলো বন্ধ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এতবার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসেছেন, কিন্তু আমরা কী পেয়েছি? আদিবাসী চা বাগান শ্রমিকরা কী পেয়েছে? কিছুই না।” টিগ্গা জানান, এই অঞ্চলে খেলাধুলার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই।
চা বাগান শ্রমিকদের বোনাস প্রসঙ্গে সাংসদ টিগ্গা রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে, কোনো বাগান কর্তৃপক্ষ যদি এর থেকে কম হারে শ্রমিকদের বোনাস দিতে চায়, আমরা কোনোভাবেই সেটি মানব না।”
সাংসদের এই কড়া মনোভাব থেকে স্পষ্ট যে, আসন্ন পুজোর বোনাস নিয়ে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের এবং রাজনৈতিক নেতাদের একটি বড় সংঘাতের সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊