অধিনায়কের হাফ সেঞ্চুরি, এশিয়া কাপে হংকংকে হারালো বাংলাদেশ
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৫-এ তাদের প্রথম ম্যাচে হংকংকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। যদিও ফলাফলে জয় এসেছে, তবে পারফরম্যান্স ছিল মিশ্র। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল ব্যাট হাতে ভালো শুরু করলেও বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি। অধিনায়ক নিজেই হাফ-সেঞ্চুরি করে দলকে সামনের দিকে এগিয়ে নেন।
হংকংয়ের দুই ব্যাটার, নিজ়াকত খান ও ইয়াসিম মুর্তাজা, দলের হয়ে ভালো লড়াই করেন। নিজ়াকত করেন ৪২ রান এবং ইয়াসিম মুর্তাজা করেন ২৮ রান। তাঁদের পার্টনারশিপে একসময় ম্যাচে উত্তেজনা তৈরি হয়, তবে রান আউট ও কিছু ভুল সিদ্ধান্তে হংকংয়ের ইনিংস গতি হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং। মুর্তাজ়া আউট না হলে ১৬০ রানও করতে পারত হংকং। বাংলাদেশের বোলারদের মধ্যে নজর কাড়লেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। মুস্তাফিজ়ুর রহমান উইকেট না পেলেও ভাল বল করেছেন। তাসকিন আহমেদ ২ উইকেট পেলেও রান দিয়েছেন।
এই উইকেটে ১৪৪ রান তাড়া করা খুব সহজ নয়। বাংলাদেশের শুরুটা ভাল হয়েছিল। পারভেজ হোসেন ইমন দ্রুত রান তুলছিলেন। তাঁকে ফেরান আয়ুষ শুক্ল। অপর ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১৪ রান। ৩৯ বলে ৫৯ রান করে লিটন আউট হলেও তত ক্ষণে খেলা প্রায় জিতে গিয়েছে বাংলাদেশ। হৃদয় ৩৫ রানে অপরাজিত থাকলেন। শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতে বাংলাদেশ ৭ উইকেটে ম্যাচ বাংলাদেশ জিতলেও নেট রানরেট খুব একটা বাড়িয়ে রাখতে পারল না তারা। প্রতিযোগিতায় পরের দিকে এই রানরেট সমস্যায় ফেলতে পারে তাদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊