Latest News

6/recent/ticker-posts

Ad Code

'মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত' অভিযোগ তুলে অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR পার্থর, পাল্টা চ্যালেঞ্জ অর্জুনের

'মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত' অভিযোগ তুলে অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR পার্থর, পাল্টা চ্যালেঞ্জ অর্জুনের

Arjun and Partha


বিজেপি নেতা অর্জুন সিংয়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি নেপালের বিক্ষোভ পরিস্থিতিকে সামনে টেনে এনে তিনি দাবি করেন, বাংলার বেকার যুবকদেরও নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত। তাঁর বক্তব্যে ইঙ্গিত ছিল, বাংলার যুবসমাজ যদি দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে এগিয়ে আসে তবে তিনি নিজে প্রথম সারিতেই নেতৃত্ব দিতে প্রস্তুত।

এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, অর্জুন সিংয়ের বক্তব্য আসলে মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনা দেওয়ার সামিল। পার্থ ভৌমিকের দাবি, বাংলায় নেপালের মতো পরিস্থিতি সৃষ্টি করার আহ্বান রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা। তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি রাষ্ট্র, নেপাল একটি রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটি রাজ্য। এই ভিন্ন বাস্তবতাকে উপেক্ষা করে বিজেপি নেতা শুধু রাজনৈতিক উত্তেজনা ছড়াতে চাইছেন।”

পার্থ ভৌমিকের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক থানায় অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, এই ধরনের উসকানিমূলক বক্তব্য জনমনে অস্থিরতা তৈরি করতে পারে এবং এর পিছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন উসকানিমূলক বক্তব্য রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করে অর্জুন বলেন, "আমার বিরুদ্ধে ৪০০ থানায় এফ আই আর করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না।" সাংসদ পার্থ ভৌমিকের সাংবাদিক সম্মেলনের এক ঘন্টার মধ্যে পাল্টা জবান দেন অর্জুন।

তিনি বলেন, আমি আবারো স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি নেপালে বাংলার থেকে ১০ শতাংশ দুর্নীতি আছে।অর্থাৎ বাংলার অনুপাতে দশ শতাংশ দুর্নীতি হয়েছে নেপালে। সেখানে ১৮ থেকে ৩০ বছর ছেলে মেয়েরা সরকার পাল্টে দিল। বাংলায় বাংলার মেয়েকে চাই বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল সেই বাংলা মহিলারা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে, একটা গণ অবস্থান হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেল কতগুলো ডাক্তার বিক্রি হয়ে গেছে। আর কতদিন বিক্রি হবো আমরা।এখন তিলোত্তমার মা-বাবা কাঁদছে কাল আমরা কাঁদবো। ল কলেজে ধর্ষণ করছে টিএমসিপি,কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথাও বলছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী একটা শব্দ বলছে না। নেপাল যেটা করেছে,এখানেও যুব সমাজ বেকার, দেড় কোটির উপরে পরিযায়ী শ্রমিক। কতদিন বরদাস্ত করবে বাংলার যুবসমাজ,তাদেরকে জাগরনের জন্য বলেছি কোন ভুল কথা বলিনি। তাই ৪০০ থানায় আমার নামে এফ আই আর না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে বলে ৪০০ থানায় এফআইআর করতে আমার নামে। কিচ্ছু যায় আসেনা আমি কোন অন্যায় কথা বলিনি।

তিনি আরো বলেন, ইউপিএসসি পরীক্ষায় যদি দুর্নীতিগ্রস্তদের নাম আসে প্রথম তিন নামে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জির নাম আসবে।বাংলার ছেলে মেয়েরা কবে গন অবস্থান করবে,আমরাও তাদের সাথে আছি।এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার,শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য সব ক্ষেত্রে দুর্নীতি করেছে। কবে এই সরকারের বিরুদ্ধে যুবসমাজ গণ অবস্থান করবে সেই অপেক্ষায় আছেন অর্জুন সিং। ৪০০ থানায় তার বিরুদ্ধে কেস করলেও তিনি তার অবস্থান থেকে সরতে নারাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code