মুখ্যমন্ত্রীর সভায় টেট প্রার্থীদের পোস্টার, নিয়োগে হস্তক্ষেপের দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ
সঞ্জিত কুড়ি, বর্ধমান:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সোমবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভা চলাকালীন আচমকাই প্রায় ১৫-২০ জন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন। তাঁদের অভিযোগ, ২০২২ সালের টেট পরীক্ষা দেওয়ার পরও এখনও পর্যন্ত কোনও নিয়োগ হয়নি। ফলে তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন।
প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা ও প্রশাসনের তরফে সেই সুযোগ দেওয়া হয়নি। তবুও এদিন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হয়ে তাঁরা জানিয়ে দেন “দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই।”
প্রার্থীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি পৌঁছে দিতে চাইলেও বাধা দেওয়া হয়েছে তাঁদের। এদিন প্ল্যাকার্ডে লেখা ছিল, “দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই।” মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এমন ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়াল সভাস্থলে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন হঠাৎ এই ঘটনায় সভাস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন, তবুও ঘটনাটি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
টেট প্রার্থীদের এই প্রতিবাদ আবারও স্পষ্ট করল যে, রাজ্যে শিক্ষক নিয়োগ ইস্যু এখনও অমীমাংসিত থেকে গেছে। প্রার্থীরা দাবি জানাচ্ছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের ভবিষ্যৎ নিশ্চিত করা হোক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊