Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি

এবার কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি

Sourav Ganguly


টানা প্রশাসনিক ও মেন্টরিংয়ের পরে এবার নতুন ভূমিকায়—দক্ষিণ আফ্রিকার SA20 লিগের Pretoria Capitals–এর হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও BCCI সভাপতি সৌরভ ‘দাদা’ গঙ্গোপাধ্যায়।

SA20–এর ২০২৬ সংস্করণে Pretoria Capitals–এর সহায়তায় দায়িত্ব নেওয়া সৌরভের প্রথমবারের মতো সম্পূর্ণ হেড কোচিং ভূমিকায় দেখা গেল তাকে—যা তাঁর ফ্র্যাঞ্চাইজির কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায়। আগের হেড কোচ ছিলেন যুক্তরাজ্যের প্রাক্তন ক্রিকেটার Jonathan Trott, যিনি শেষ পর্যায়ে দলকে প্লে-অফে পৌঁছাতে পারেননি।

সৌরভের নেতৃত্ব গড়ে উঠতে যাচ্ছে Johannesburg ভিত্তিক JSW Sports-এর সাথে বর্তমান সম্পর্ক—যার মাধ্যমে তিনি ২০২৪ সালে Delhi Capitals-এর Director of Cricket পদে কাজ করেছেন। এবার SA20–তে Pretoria Capitals-এর কোচ হিসেবে তাঁর প্রথম বড় দায়িত্ব, যা আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া SA20 মৌসুমে কার্যকর হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code