প্রয়াত শিবু সরেন, একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
4 আগস্ট 2025, সোমবার সকালে, ভারতের প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রতিষ্ঠাতা অন্তর্ভুক্ত ‘দিশোম গুরু’ শিবু সরেন 81 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যু নিশ্চয় করেছেন ছেলে ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, যিনি এক ট্র্যাজিক বার্তায় লিখেছেন, “আদরণীয় দিশোম গুরুজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন… আজ আমি শূন্য হয়ে গিয়েছি।”
গত ১৯ জুন থেকে শিবু সরেন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে কিডনি সম্পর্কিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। একটি স্ট্রোক হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, এবং শেষ মাসটি তিনি লাইফ‑সাপোর্টে ছিলেন। তিনি সকাল ৮.৫৬ টায় মৃত্যুবরণ করেন বলে রিপোর্ট জানিয়েছে হাসপাতালের চিকিৎসক।
শিবু সরেনের রাজনৈতিক জীবনের সূচনা হয় আদিবাসী ভূমি অধিকার আন্দোলন থেকে; ১৯৭২-৭৩ সালে তিনি AK রায় ও বিনোদ বিহারি মাহাতো-সহ JMM প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে ঝাড়খণ্ডের পৃথক রাজ্যের সৃষ্টিতে তাঁর অবদান স্মরণীয়। তিনি তিনবার মুখ্যমন্ত্রী (২০০৫, ২০০৮–০৯, ২০০৯–১০) এবং তিনবার কেন্দ্রীয় মন্ত্রী (কোল এবং খনিজ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আটবার লোকসভা সদস্য ও একাধিকবার রাজ্যসভার সদস্য ছিলেন।
ঝাড়খণ্ডে কেন্দ্রীয় সরকারের নির্দেশে তিনদিনের রাজ্য শোক ঘোষণা করা হয়েছে। সিল্ক পাট্টা ছোটো আসাম থেকে বড় শহর, পুরো রাজ্য জুড়ে শোকের ছায়া ছড়িয়ে রয়েছে।
আদিবাসী অধিকার, ভূমি লড়াই, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবদান ভারতীয় রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে—শিবু সরেন নিজেই হয়ে ওঠেন সেই আন্দোলনের প্রতীক। তাঁর প্রয়াণের মাধ্যমে ঝাড়খণ্ডের রাজনৈতিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊