Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাহেবগঞ্জে নাকা চেকিংয়ে গাঁজা উদ্ধার, আটক ১

সাহেবগঞ্জে নাকা চেকিংয়ে গাঁজা উদ্ধার, আটক ১

Sahibganj, ganja, cannabis, drug seizure, naka checking, Tapas Roy, arrest, NDPS Act, kharubhaja

সাহেবগঞ্জ, ২২ অগাস্ট: সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার, খারুভাজের নয়ারছাড়া বিল এলাকায় একটি মোটরসাইকেল থেকে ২১.৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি মোটরসাইকেলকে থামানো হয়। বাইকে থাকা বস্তা দেখে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। মোটরসাইকেলে থাকা যুবক, তপস রায় (গ্রাম: রাখালমাড়ি) বস্তাটি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।

পরে দিনহাটা–২ ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তল্লাশি চালানো হয়। বস্তা থেকে মোট ২১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুরো উদ্ধার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।

ধৃত যুবক তপস রায়ের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ প্রশাসনের দাবি, এই বিশেষ নাকা চেকিংয়ের ফলে মাদক পাচারের একটি বড় চক্রের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code