Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতলকুচির বিশিষ্ট শিক্ষক তথা ভাওয়াইয়া শিল্পী রামকুমার বর্মন পেলেন এ গ্রেটের শিল্পীর সম্মান! খুশির জোয়ার এলাকায়!

শীতলকুচির বিশিষ্ট শিক্ষক তথা ভাওয়াইয়া শিল্পী রামকুমার বর্মন পেলেন এ গ্রেটের শিল্পীর সম্মান! খুশির জোয়ার এলাকায়!

Ramkumar Barman


শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলি মারি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক রামকুমার বর্মন! পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক! ছোটবেলা থেকেই গানের উপর চর্চা তার! তার এই এ গ্রেট সম্মান পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জানা যায় তার এই জীবদ্দশায় ৫৪ টিরো বেশি গান সে রিলিজ করেছে! পাশাপাশি অনেক সম্মাননাও পেয়েছেন তিনি! 


২০১৭ সালে রাজ্য ভাওয়াইয়ার দরিয়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন রামকুমার । আগামী দিনে গান নিয়ে অনেক কিছু ভাবনাচিন্তা রয়েছে বলে জানান তিনি! শিল্পী রামকুমার বর্মন শুধু গান নিয়েই পড়ে থাকেন না ,পাশাপাশি লেখনিতেও দক্ষ তিনি। তিনি রাজবংশী কামতাপুরি ভাষাতেও একজন দক্ষ কবি লেখক গীতিকার এবং সুরকার। তার লেখা অনেক কবিতাই মিলিয়ন ভিউ হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়! 


প্রসঙ্গত আকাশবাণীর নিয়মিত এ গ্রেড শিল্পী হিসেবে উত্তরবঙ্গের হাজারো ভাওয়াইয়া শিল্পীর নাম রয়েছে, দক্ষ শিল্পীরাই এ গ্রেট উপাধি পেয়ে থাকেন। সেরকমই শীতলকুচির রামকুমার বর্মন আকাশবাণীর ২৫ বছরের রেকর্ড ভেঙে এবার এ গ্রেডের সম্মান পেলেন।

 
আকাশবাণী স্টেশন ডাইরেক্টর রামকুমার বর্মনকে ফোনে জানান তার এই অসামান্য ফলাফলের জন্য যেমন তারা অবাক হয়েছেন, তেমনি খুবই খুশি হয়েছেন ।তার বিহাইগ্রেটের পরীক্ষার অডিও ফাইল দিল্লিতে পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই শিল্পী রামকুমার বর্মন কে বিহাইগ্রেট পদমর্যাদার শিল্পী না বানিয়ে একেবারেই এ গ্রেড শিল্পীর মর্যাদা দেন। শিল্পীর এই ফলাফলের জন্য উত্তরবঙ্গের অনেক বিখ্যাত শিল্পীরাই রামকুমার বর্মনকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের জগতে রামকুমার বর্মন একটি অনন্য নজির গরলেন। দেখুন সেই চিত্র সরাসরি

إرسال تعليق

0 تعليقات

Ad Code