Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rail Recruitment: রেলে শিক্ষানবিশির ৩১১৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

 রেলে শিক্ষানবিশির ৩১১৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত 

Railway Recruitment


Educational Desk:


পূর্ব রেলওয়ে নিয়োগ ২০২৫

পূর্ব রেলওয়ে-তে ৩,১১৫টি ‘অ্যাপ্রেন্টিস’ পদে নিয়োগ

ভারতের পূর্ব রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য মোট ৩,১১৫টি ‘অ্যাক্ট অ্যাপ্রেন্টিস’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ আগস্ট ২০২৫ থেকে এবং শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
এই পদগুলি বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে ভাগ করা হয়েছে। যেমন হাওড়া ডিভিশনে ৬৫৯টি, লিলুয়া ওয়ার্কশপে ৬১২টি, সিয়ালদহ ডিভিশনে ৪৪০টি, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭টি, মালদা ডিভিশনে ১৩৮টি, আসানসোল ডিভিশনে ৪১২টি এবং জামালপুর ওয়ার্কশপে ৬৬৭টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন ৫০% নম্বর সহ ১০ম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT বা SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট। বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদন ফি সাধারণ, OBC ও EWS প্রার্থীদের জন্য ₹১০০, তবে SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.rrcer.org-এ।
নির্বাচনের জন্য কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। ১০ম শ্রেণি ও ITI-র নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং নির্বাচিতদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code