Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ

প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ

Nishith Pramanik, Dinhata court , Trinamool Congress protest against BJP MP, BJP convoy attacked with eggs and stones


দিনহাটা, ২১ আগস্ট:

২০১৮ সালের গীতালদহ খুন মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আদালত চত্বরে পৌঁছানোর আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্র অনুযায়ী, ২০১৮ সালে গীতালদহে তৃণমূল কংগ্রেস কর্মী আবুমিয়া খুন হন। সেই ঘটনায় মোট ৪১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ তদন্ত শেষে ২৪ জনের নামে চার্জশিট পেশ করে। চার্জশিটে ২৪ নম্বর আসামি হিসেবে নাম উঠে আসে নিশীথ প্রামাণিকের, যিনি তখন তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন।

আজকের হাজিরা ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে আদালত থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় প্রামাণিকের কনভয়কে ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা কালো পতাকা প্রদর্শন করেন, "গো ব্যাক" স্লোগান তোলেন এবং এমনকি তার গাড়িতে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে।

এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন,

“আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় এখনো পর্যন্ত ভারতবর্ষে কারো সাজা হয়নি। আমি বিশ্বাস করি, একদিন এই মামলা থেকে মুক্তি পাব।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা বলেন,

“বিজেপি যেভাবে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে, তাতে যে বিজেপি নেতাই আসুক না কেন, সাধারণ মানুষ প্রতিবাদ জানাবেই।

এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা আদালত চত্বরে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


إرسال تعليق

0 تعليقات

Ad Code