ক্যালকাটা ম্যানশনে কবিতা সন্ধ্যা ও 'যূগীন কাব্যা'র বিশেষ সংখ্যার উন্মোচন
সুরশ্রী ব্যানার্জী, কলকাতা: গত ২৩ আগস্ট, ২০২৫, শনিবার বিশপ লেফ্রয় রোডের ক্যালকাটা ম্যানশনের এডু শেয়ার হলে এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। অন্ত্যমিল সাহিত্যের পাতার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৬১টি বাংলা কবিতার হিন্দি অনুবাদ নিয়ে প্রকাশিত সর্বভারতীয় পত্রিকা "যূগীন কাব্যা"-এর বিশেষ সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি হাসমত জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি হুবনাথ পাণ্ডে, এবং আনুষ্ঠানিক সভাপতিত্ব করেন কবি নৃপেন চক্রবর্তী। পত্রিকাটির অনুবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায় ও কবি সৌমিত বসু। তাঁদের আলোচনায় অনুবাদের ক্ষেত্রে ব্যবহৃত সূক্ষ্ম বিষয়গুলো উঠে আসে।
এই অনুষ্ঠানে কবি এবং অনুবাদক স্বপন নাগ-কে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়াও, অন্ত্যমিল সাংস্কৃতিক সংগঠক সম্মাননা ২০২৫ প্রদান করা হয় পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে: কেশবের রঞ্জন দে (চারুকন্ঠ), চন্দ্রবলী মুখোপাধ্যায় (রূপমঞ্জরী), সোমা মুখার্জী বাবলি (বিসর্গ), অমিত কাশ্যপ (গান্ডিব), এবং প্রদীপ সরকার (উড়ান কথা)। তাঁদের সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠান চলাকালীন, স্বরলিপি সাংস্কৃতিক পরিবার একটি চমৎকার সমবেত সঙ্গীত পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন মৌমিতা দে বোস।
অনুষ্ঠানে প্রায় ৭৫ জন বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী উপস্থিত ছিলেন, যা এই সাহিত্য সন্ধ্যার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সব মিলিয়ে, এটি ছিল বাংলা এবং হিন্দি কবিতার এক অনন্য মেলবন্ধন, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊