15 august 2025: ভারত ৭৮তম না ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে?
১৫ আগস্ট ২০২৫-এ ভারত তার স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। তবে অনেকেই দ্বিধায় রয়েছেন—এই বছর কি ৭৮তম না ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হবে? এই বিভ্রান্তির মূল কারণ হলো স্বাধীনতার বছর এবং স্বাধীনতা দিবসের সংখ্যার মধ্যে পার্থক্য।
ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে। সেই হিসেবে ২০২৫ সালে স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ হচ্ছে। কিন্তু স্বাধীনতা লাভের পর প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ১৯৪৭ সালেই। ফলে ২০২৫ সালে হবে ৭৯তম স্বাধীনতা দিবস।
এই তথ্য সরকারিভাবেও নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) এবং প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এক চিঠির মাধ্যমে জানিয়েছে, “ভারত যখন ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন তাঁর ভাষণের জন্য মতামত ও ভাবনা জানাতে।”
প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন, জাতীয় সংগীত পরিবেশিত হবে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হবে। দেশজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিদেশে ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রধানমন্ত্রী মোদি তাঁর NaMo App এবং MyGov প্ল্যাটফর্মে নাগরিকদের স্বাধীনতা দিবসের ভাষণের জন্য মতামত জানাতে অনুরোধ করেছেন। এইভাবে, ২০২৫ সালে ভারত ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে, যা দেশের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
Tag: independence day , independence day 2025, 15 august 2025, independence day drawing, 15 august independence day, august 15, speech on independence day, happy independence day
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊