ইডির হানা, ফের মোবাইল ছুঁড়লেন বিধায়ক
মুর্শিদাবাদের অন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আবারও মোবাইল ছুঁড়ে ফেললেন এবার ED-এর হানা-কে কেন্দ্র করে। এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে CBI-এর খোঁজে এমন আচরণ করেছিল তিনি। তবে, তার ঘটনার পুনরাবৃত্তি ঘটল মঙ্গলবার সকালে, যখন ED (Enforcement Directorate) তাঁর বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিয়েছিল।
সূত্র অনুযায়ী, সকালে এসেই জীবনকৃষ্ণ পাশের ঝোপে মোবাইলটি ছুঁড়ে দেয়। পরে তা উদ্ধার করা হলে দেখা যায় মোবাইল ফোনের পাসওয়ার্ড জিজ্ঞেস করেও সে দিতে নারাজ ছিলেন। দাবি করা হচ্ছে, অন্তত দুইটি ফোনের পাসওয়ার্ড তিনি স্পষ্ট করে দিতে ব্যর্থ হয়েছেন। ED কর্মকর্তারা তাঁর সঙ্গে গত ৯০ দিনের কল রেকর্ড খতিয়ে দেখছেন; বলা হচ্ছে, তাঁর দেওয়া তথ্যের সঙ্গে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে।
এদিন সকাল থেকে কলকাতা এবং নদিয়া-মুর্শিদাবাদ জেলায় ব্যাপক তল্লাশি শুরু করে ED। সরাসরি অভিযানের আওতায় এসেছে যুক্ত থাকা একাধিক জায়গা—জীবনকৃষ্ণের বাড়ি ছাড়াও, তাঁর পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়ি, রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি, এবং মহিষগ্রামের এক ব্যাংক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িও অন্তর্ভুক্ত ছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ এপ্রিল CBI জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে নজিরদার নিয়োগ দুর্নীতি মামলার কারণে। সেইসময় তাঁর বাড়িতে প্রথম তল্লাশি চলাকালীন, তিনি নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন যেগুলো পরে পুনরুদ্ধার করা হয়। দীর্ঘ সময় পর আদালত থেকে ১৩ মাসের জামিনে মুক্তি পান তিনি; এরপর বিধানসভা অধিবেশনেও ফিরে যান।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊