Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডুয়ার্সে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত বহু শ্রমিক

ডুয়ার্সে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত বহু শ্রমিক

ডুয়ার্সে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত বহু শ্রমিক

ডুয়ার্সের নাগরাকাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজন চা শ্রমিকের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার সকাল নাগাদ নাগরাকাটা ব্লকের খয়েরকাটা থেকে চা বাগানে কাজে যাওয়ার জন্য একটি চারচাকা পিকআপ ভ্যানে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। আপার গাটিয়ার কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন শ্রমিকের। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে পৌঁছান নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনাল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code