Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিজারে প্রসব করানোর সময় মাথা কাটলো সদ্যোজাতের! চাঞ্চল্য দিনহাটা মহকুমা হাসপাতালে

সিজারে প্রসব করানোর সময় মাথা কাটলো সদ্যোজাতের! চাঞ্চল্য দিনহাটা মহকুমা হাসপাতালে

Dinhata SD Hospital



দিনহাটা মহকুমা হাসপাতলে প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচার করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় আঘাত লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। 


এদিন দিনহাটা এক ব্লকের বড় শৌলমারী এলাকার মদনা কুড়া গ্রামের ওই মহিলাকে শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতলে ভর্তি করে পরিবারের লোকেরা। রবিবার হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ জয়দেব বিশ্বাস ওই গর্ভবতী ওই মহিলাকে অস্ত্র প্রচার করে সন্তান প্রসব করায়। সদ্যজাত ওই শিশুর মাথায় ছুরির আঘাত লাগে বলে পরিবারের অভিযোগ। 


এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। এই ঘটনায় দিনহাটা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। 


মহিলার শাশুড়ি নুর বেগম বেওয়া বলেন,"আমার বৌমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার আগে আরও দুজনকে নিয়ে গিয়েছে। প্রথম দুজনের সুস্থ সন্তান হলেও আমার বউমার সদ্যোজাতর মাথায় ছুরি লাগে বলে চিকিৎসক জানায়। দু'টি সেলাই পড়েছে। সুস্থ হওয়ার পর ছুটি দেবে বলে জানিয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code