Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডি এ মামলায় চরম হতাশ সরকারি কর্মচারী মহল

ডি এ মামলায় চরম হতাশ সরকারি কর্মচারী মহল

দিল্লি: মহার্ঘ ভাতার (DA) মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হওয়ার কথা থাকলেও, তা হয়নি। বিচারপতিদের বদলের কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

মঙ্গলবার বিচারপতি গোপাল সুব্রামনিয়ামের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঞ্চে বিচারপতি বদল হওয়ায় বিচারপতি গোপাল সুব্রামনিয়ামের পরিবর্তে বিচারপতি মেহতা উপস্থিত ছিলেন। এর ফলে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে মামলার শুনানি পিছিয়ে যায়। বিচারপতি কারোল জানান, আজ DA মামলার শুনানি হবে না। পরবর্তী শুনানি আগামী কোনো সোম বা শুক্রবার হতে পারে।
এই বিষয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, কোর্টে আজ 'কমিশন' থাকায় DA মামলার শুনানি হচ্ছে না। তবে অনলাইনে উপস্থিত থাকা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দ্রুত শুনানির আবেদন জানান। তিনি বলেন, মামলার অনেকটা শুনানি ইতিমধ্যেই হয়ে গেছে, তাই দ্রুত শুনানির মাধ্যমে বাকি বিষয়গুলো শেষ করা প্রয়োজন।

অন্যদিকে, বিচারপতি সঞ্জয় কারোল জানান, ৮ তারিখ বিচারপতি সুব্রামনিয়ামের বেঞ্চে শুনানি হতে পারে। সেই ক্ষেত্রে আগামী কোনো সোম বা শুক্রবার এই মামলার প্রথম শুনানি হবে। কপিল সিব্বল দুপুর ২টো নাগাদ শুনানি হলে সবার সুবিধা হবে বলে জানান।

বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শুরুতে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code