বীর সৈনিক উত্তম মোদকের স্মৃতিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন
বাসন্তীরহাট: প্রয়াত সৈনিক উত্তম মোদকের স্মৃতিতে বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজের উদ্যোগে একটি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। গত ৯ই মার্চ, ২০২৫ তারিখে ত্রিপুরা থেকে ছুটিতে বাড়ি ফেরার পথে আকস্মিক মৃত্যু হয় বিএসএফ-এর এই কর্মরত সৈনিকের। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উত্তম মোদক, যার বাবা বিপিন মোদক এবং মা বুলবুলি মোদক, ছোট শাকদল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএসএফ-এ কর্মরত থেকে দেশের সেবা করেছেন। তাঁর সম্মানে আয়োজিত এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এলাকার মানুষ তাঁদের বীর সন্তানকে স্মরণ করলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.আর. বয়েজের কর্ণধার সঞ্জয় মোদক, গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জন বর্মন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বাবা বিপিন মোদক ও মা বুলবুলি মোদক পুস্পাঞ্জলি নিবেদন করেন। এরপর বিপিন মোদক জাতীয় পতাকা উত্তোলন করেন।
এই নকআউট টুর্নামেন্টে গোসানীমারী একাদশ, দেওচরাই একাদশ, দিনহাটা টি.এফ.সি., বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ, এবং ডাউয়াগুড়ি একাদশ সহ মোট আটটি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ডাউয়াগুড়ি একাদশ এবং আয়োজক দল বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ।
রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ডাউয়াগুড়ি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্স-আপ হয় বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ। খেলাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারী সকলেই সন্তোষ প্রকাশ করেন। এই উদ্যোগটি শুধু একটি খেলা নয়, বরং দেশের জন্য আত্মত্যাগকারী সৈনিকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের একটি সুন্দর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊