Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় বিশেষ নাকা চেকিংয়ে উদ্ধার ২৬ কেজি গাঁজা, গ্রেপ্তার এক

দিনহাটায় বিশেষ নাকা চেকিংয়ে উদ্ধার ২৬ কেজি গাঁজা, গ্রেপ্তার এক




কোচবিহার জেলায় আবারও মাদক পাচারের বড় চক্রের হদিশ মিলল। বৃহস্পতিবার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত দুর্গানগর পার্ট-২ এলাকায় বিশেষ নাকা চেকিং চলাকালীন আটক হলো একটি টোটো। সেই টোটোর ট্রলিতে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ২৬ কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে টোটোচালক মমিনুর মিয়া , বাড়ি জাগীরবালাবাড়ি গ্রাম, সাহেবগঞ্জ থানার অন্তর্গত।




পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছিল সাহেবগঞ্জ থানার পুলিস। ওই সময় একটি টোটোকে আটক করা হয়। তল্লাশিতে দেখা যায়, টোটোর সঙ্গে যুক্ত ট্রলির ভেতরে লুকিয়ে রাখা রয়েছে প্রচুর পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায়, মোট ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গোটা জব্দ প্রক্রিয়াটি আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। এমনকি পুরো ঘটনাটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।




পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। টোটোচালককে আটক করে সাহেবগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।




সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ বলেন, ‘‘মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আজকের ঘটনায় যে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, তা থেকে স্পষ্ট পাচারচক্র সক্রিয় রয়েছে। তদন্ত করে চক্রের অন্য সদস্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।’’




ঘটনায় ইতিমধ্যেই এনডিপিএস আইনের ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিসের দাবি, মাদকবিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code