দিনহাটায় মাদকসহ যুবক আটক: উদ্ধার ইয়াবা ও কাশির সিরাপ।
দিনহাটা, ২৯ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে দিনহাটা থানার অন্তর্গত গোবরাছড়া-নয়ারহাট পিডব্লিউডি রোডের কিসমত মোকরারী এলাকায় অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৭)। তিনি কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত গোবরাছড়া পোস্টের শিবেশ্বর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সাদ্দাম একটি পালসার NS125 মোটরসাইকেল (নম্বর WB 64AC 5561) ব্যবহার করে চলাফেরা করছিলেন। তল্লাশির সময় তাঁর হেফাজত থেকে ১০.০৭০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ইস্কাফ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। এই অভিযান, তল্লাশি, জব্দ এবং গ্রেপ্তারের সম্পূর্ণ প্রক্রিয়া দিনহাটা-II ব্লকের বিডিওর উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উদ্ধারকৃত সামগ্রী ও তথ্যপ্রমাণের ভিত্তিতে সাদ্দামের বিরুদ্ধে NDPS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত কার্যকলাপের অভিযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা মাদক পাচারচক্রে কোনো বৃহত্তর যোগসাজশ রয়েছে কিনা, তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।
স্থানীয় মানুষদের মতে, এই ধরনের পুলিশি তৎপরতার মাধ্যমে এলাকায় বেড়ে চলা মাদক পাচার ও অপব্যবহারের বিরুদ্ধে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে, যা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক। এই ঘটনা মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয়তা এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊