কবে শিক্ষক নিয়োগ পরীক্ষা? জানা গেল সম্ভাব্য তারিখ  

wbcssc slst


চলছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে আবেদন গ্রহন। ১৪ই জুলাই পর্যন্ত আবেদন গ্রহন চলবে। এর মাঝেই বড় খবর ইতিমধ্যে নাকি পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সবকিছু ঠিক ঠাক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা। তবে জানা যাচ্ছে নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ দুই ধাপে দুই আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

শিক্ষা দপ্তর সূত্রে খবর, পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ঘোষনা হতে পারে তারিখ এমনটাই খবর। তবে মাঝখানে আড়াই দিন ওয়েবসাইট বন্ধ থাকায় বন্ধ ছিল আবেদন গ্রহন তাই বাড়তে পারে সময় এমনটাই খবর। যদি আবেদন গ্রহনের সময় বাড়ে তবে পরীক্ষার তারিখে এর প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন।

এদিকে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, যার রায়দান এখনও বাকি। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পর এই মামলার শুনানি হবে। এই রায়ের ওপর পরীক্ষার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। সেদিকেও তাঁকিয়ে কমিশন। শেষমেষ কি হয় সেটাই দেখার।