Latest News

6/recent/ticker-posts

Ad Code

টেস্ট ক্রিকেটে নয়া পাঁচ নজির গড়লেন শুভমন গিল

টেস্ট ক্রিকেটে নয়া পাঁচ নজির গড়লেন শুভমন গিল 

Gill


টেস্ট ক্রিকেটে নজির শুভমন গিল। রবিবার টেস্ট ক্রিকেটে নবম শতরান করার পাশাপাশি পাঁচটি নজির গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ের চতুর্থ শতরান করেছেন শুভমন। চলুন দেখে নেওয়া যাক কি কি নজির গড়লেন শুভমন গিল:

একটি টেস্ট সিরিজ়ে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক। গাওস্কর এবং যশস্বীর পর ভারতের তৃতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়লেন। এর আগে । ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টেস্ট সিরিজ়ে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই টেস্ট সিরিজ়ে ৭৩২ রান করেন গাওস্কর। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ৭১২ রান করেন যশস্বী।

ভারতের প্রথম অধিনায়ক হিসাবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ়ে ৭০০-র বেশি রান করার নজির গড়লেন শুভমন। গাওস্কর অধিনায়ক হিসাবে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মরসুমে এক সিরিজ়ে ৭০০-র বেশি রান করেন। গিল দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে ৭০০ রান করলেন।‌ সব মিলিয়ে বিশ্বের অষ্টম টেস্ট অধিনায়ক তিনি। এর আগে ডন ব্র্যাডম্যান (দু’বার), গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, গাওস্কর, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথের এই কৃতিত্ব রয়েছে।

বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে চারটি শতরান করার নজির গড়লেন গিল। এর আগে ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মরসুমে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে চারটি শতরান করেছিলেন। গাওস্কর ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ছয় টেস্টের সিরিজ়ে চারটি শতরান করেছিলেন।

৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসাবে টেস্টে শতরান করলেন শুভমন। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করেন সচিন তেন্ডুলকর।

ম্যাঞ্চেস্টারে ১০৩ রানে ইনিংসের পর শুভমনেরও চলতি সিরিজ়ে ৭২২ রান করার সাথে সাথে 'সেনা' দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি করার রেকর্ড সোবার্সকে স্পর্শ করেন গিল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে এক সঙ্গে ‘সেনা’ বলা হয়।

إرسال تعليق

0 تعليقات

Ad Code