Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল ছাত্রীদের ফলো করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা দিনহাটায়

স্কুল ছাত্রীদের ফলো করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা দিনহাটায় 

Dinhata news


স্কুল ছাত্রীদের ফলো করছিল রোমিও। কিন্তু হঠাৎই বাইকে বাইকে সংঘর্ষ। ইভটিজিংয়ের জেরে প্রাণঘাতী দুর্ঘটনা! আহত নয় স্কুলছাত্রী সহ টোটো চালক, ও বাইক আরোহী রোমিও। চাঞ্চল্য নটকোবাড়িতে।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে টোটোতে থাকা পাঁচ জন স্কুল ছাত্রী এবং চালক গুরুতর আহত হলেন এক রহস্যজনক বাইক সংঘর্ষের ঘটনায়, আর পিছনে রয়েছে ইভটিজিংয়ের গন্ধ!

ঘটনাটি ঘটে নটকোবাড়ি চৌপথি সংলগ্ন দোলেরপাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একটি বাইক সজোরে ধাক্কা মারে ছাত্রীবোঝাই টোটোতে, এবং টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।




স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন।




আহত ছাত্রীরা জানিয়েছে, টোটোটিকে বারবার ফলো করছিল একটি বাইকে থাকা তিন যুবক। তাদের আচরণ সন্দেহজনক ও অশালীন ছিল বলে অভিযোগ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইভটিজিং-ই এই দুর্ঘটনার পেছনে মূল কারণ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকেরা পলাতক।




স্থানীয়রা বলছেন, "প্রতিদিন ছাত্রীদের উপরে রাস্তায় অশ্লীল মন্তব্য ও ফলো করা হচ্ছে। প্রশাসনের নজরদারি দরকার।"

এই ঘটনায় এলাকায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছে, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরাও নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code