Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর দফতরের তল্লাশি

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে আয়কর দফতরের তল্লাশি

Cob news


কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল শিক্ষা সেলের নেতা ও প্রাথমিক শিক্ষক জয়দেব আর্য বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল। গত সোমবার আয়কর আধিকারিকেরা তাঁর বাড়িতে উপস্থিত হন এবং প্রায় ১৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। মঙ্গলবার তাঁরা ওই বাড়ি থেকে বেরিয়ে যান। জয়দেব তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তৃণমূল শিক্ষা সেলের পরিচিত মুখ।


এবিষয়ে জয়দেব আর্য জানান, “আমার মোবাইল ও ইমেল হ্যাক করে বিপুল পরিমাণ টাকা আদানপ্রদানের ছক করা হয়েছিল। এই কারণেই আয়কর আধিকারিকেরা এসেছিলেন। রাতে হ্যাকারদের হদিসও মিলে গেছে।”


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সম্প্রতি মা’কে হারিয়ে পুরনো বাড়িতে ফিরেছেন জয়দেব। সোমবার প্রথমে আধিকারিকেরা তাঁর দাদা জগদীশ আর্য বাড়িতে যান, সেখান থেকে জয়দেবকে নিয়ে যান মাস্টারপাড়া এলাকার আরেকটি বাড়িতে। সেখানেই চলে দীর্ঘ সময়ের তল্লাশি।


ঘটনার সুনির্দিষ্ট কারণ আয়কর দফতরের পক্ষ থেকে জানানো না হলেও, শিক্ষক নেতার বাড়িতে এই দীর্ঘ তল্লাশি ঘিরে জল্পনা ছড়িয়েছে। অনেকেই জয়দেবের বাড়ির সামনে জড়ো হয়ে যান। বিষয়টি ঘিরে রাজনৈতিক আলোচনাও শুরু হয়েছে তুফানগঞ্জ মহলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code