একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত ফাঁসিদেওয়ায়
আজ গোয়াবাড়ি হিন্দি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির, যা আয়োজিত হয় ফাঁসিদেওয়া ব্লকের ব্লক কৃষি উপদেষ্টা কমিটির উদ্যোগে।
এই শিবিরে কৃষকদের বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয় এবং সমাধানের দিকনির্দেশ দেওয়া হয়।
চাষাবাদ করতে গিয়ে কৃষকরা যে সব সমস্যার সম্মুখীন হচ্ছেন—যেমন জলসংকট, সঠিক বীজ ও সার বাছাই, ফসল নষ্ট হওয়া বা বাজারে ন্যায্য দাম না পাওয়া—সেই সব বিষয় আলোচনা করা হয়। কৃষকদের বক্তব্য সরাসরি শোনা হয় এবং তাদের সমস্যাগুলোর প্রতিকার কীভাবে করা যায়, সেই বিষয়েও গঠনমূলক আলোচনা চলে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলা কৃষি স্বচ্ছ বীমা যোজনার উপরে। কৃষকদের জানানো হয় যে, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বীমা থাকলে তারা কীভাবে সরকার অনুমোদিত সংস্থাগুলোর থেকে ক্ষতিপূরণ পেতে পারেন।
রাসায়নিক সারের অপকারিতা ও জৈব সারের উপকারিতা। কৃষকদের বোঝানো হয় কিভাবে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার জমির উর্বরতা কমিয়ে দেয়, এবং তার বদলে জৈব সার ব্যবহারে মাটি স্বাস্থ্যবান ও টেকসই হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ মোহন রায় – সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতি ডঃ লোকনাথ শর্মা – সহকারী কৃষি অধিকর্তা, নাজির আহমেদ – কৃষি কর্মদক্ষ, মাধব কান্ডার – ব্লক টেকনোলজি ম্যানেজার।
এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের প্রযুক্তি ও সরকারি সুবিধা সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা আধুনিক কৃষি পদ্ধতি ও সরকারি প্রকল্প করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊