Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রাবণেও শুকনো জমি ! আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের পেছনে কারণ কী?

শ্রাবণেও শুকনো জমি ! আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের পেছনে কারণ কী?

northbengal weather, bengal weather, today weather,

আষাঢ় মাস কেটে গেছে বৃষ্টিহীন অবস্থায়, কৃষকরা আশায় বুক বেঁধেছিলেন শ্রাবণে অঝোর ধারায় বৃষ্টি নামবে। কিন্তু না, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গের একাধিক জেলায়। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, বিশেষ করে পাট ও ধান চাষীরা।


উত্তরবঙ্গের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। যে আষাঢ় মাসকে বলা হয় বৃষ্টির মাস, সেই মাসেই দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। শ্রাবণের শুরুতেও আবহাওয়ার একই রকম খামখেয়ালিপনা। এর সরাসরি প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে।


পাট চাষীরা ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাট গাছ শুকিয়ে যাচ্ছে, ফলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অন্যদিকে, ধান চাষের সময় পেরিয়ে যাচ্ছে, অথচ বৃষ্টির অভাবে কৃষকরা ধান রোপণ করতে পারছেন না। বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে জলসেচ দিয়ে ধান রোপণের কাজ চলছে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

কৃষকদের প্রশ্ন, কেন এমন হচ্ছে? আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের পেছনে কারণ কী? আবহাওয়ার এমন পরিবর্তনের পেছনে কী কারণ, তা জানতে আমরা কথা বলেছিলাম ভুগোল শিক্ষক তাপস চাকীর সঙ্গে। আসুন জেনে নিই, কী বললেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code