Primary School : প্রাথমিক স্কুলে ‘মাতৃবাহিনী’ গড়ে নজরদারি !
মালদহ: মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মানোন্নয়নে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক স্কুলগুলিতে ‘মাতৃবাহিনী’ (Mother's Brigade) গঠন করে সপ্তাহে দু'দিন ক্লাস-ক্লাসে গিয়ে তাদের পঠন-পাঠনে নজরদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি জেলার ১২টি ব্লকের ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে। মঙ্গলবার, সবক’টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সামনে প্রকল্পের সূচনাও করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ সূত্রে খবর, এই শিক্ষা মিশন সফল করতে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বাবলু রহমান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে তাদের মায়ের ভূমিকাই সবচেয়ে বড়। ছাত্রছাত্রীদের শিক্ষায় মানোন্নয়নে সেই ভূমিকাকে এ বার আমরা কাজে লাগাতে চাইছি।”
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে, প্রত্যেকটি স্কুলে সাতজন অভিভাবিকা মায়ের সমন্বয়ে এই মাতৃবাহিনী গঠন করা হবে। সপ্তাহের দু’দিন এই সাতজন অভিভাবিকা তাদের নিজেদের স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলবেন। তারা ছাত্রছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি কতটা হচ্ছে, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা, তারা খেলাধুলায় অংশগ্রহণ করছে কিনা, মিড-ডে মিলে রান্না ঠিক হচ্ছে কিনা – এই সমস্ত তথ্য প্রধান শিক্ষককে দেবেন। প্রয়োজনে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তারা শিক্ষার নানা বিষয়ে উৎসাহিত করবেন। যদি স্কুলের কোনো শিশু বেশ কিছুদিন ধরে অনুপস্থিত থাকে তবে সেই ব্যাপারেও খোঁজ নেবে এই বাহিনী। প্রয়োজনে তারা অভিভাবকদের সঙ্গেও কথা বলবেন।
এই উদ্যোগকে কেন্দ্র করে অভিভাবক মহলে ব্যাপক সাড়া পড়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আগামীতে জেলার ২৮টি স্কুলে এই প্রকল্পটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করবে। সফলতা মিললে পরবর্তীতে জেলার অন্যান্য স্কুলগুলিতেও এই কর্মসূচি বাস্তবায়িত করার চেষ্টা করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊