Latest News

6/recent/ticker-posts

Ad Code

পর্যাপ্ত বৃষ্টির অভাবে চরম বিপাকে পড়েছেন পাটচাষিরা

জলের অভাবে বিপাকে পাটচাষিরা-উৎপাদন কম, পচানো নিয়ে দুশ্চিন্তা

জলের অভাবে বিপাকে পাটচাষিরা-উৎপাদন কম, পচানো নিয়ে দুশ্চিন্তা



জলপাইগুড়ি, ২১শে জুলাই, ২০২৫ – পর্যাপ্ত বৃষ্টির অভাবে এ বছর পাটচাষিরা চরম বিপাকে পড়েছেন। একদিকে যেমন পাটের উৎপাদন ভালো হয়নি, তেমনই অন্যদিকে পাট পচানোর জন্য প্রয়োজনীয় জলের অভাবে হাজার হাজার চাষি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

চলতি বছরে আবহাওয়া পাটের অনুকূলে না থাকায় সামগ্রিক উৎপাদন বিঘ্নিত হয়েছে। এর উপর 'মৌসুমী' বৃষ্টির পরিমাণ এতটাই কম যে, পাটচাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হচ্ছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়। লাগাতার গরমের কারণে ছোট ডোবা বা জলাশয়গুলি শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেখানে সাধারণত পাট 'জাক' (পচানোর প্রক্রিয়া) দেওয়া হয়। পাট পচানোর জন্য এই ধরনের ডোবাগুলোতে পর্যাপ্ত জল থাকা অপরিহার্য। কিন্তু জলের অভাবে সেই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার পাটচাষিরা এই সমস্যায় জর্জরিত। একজন পাটচাষি তাঁর দুর্দশার কথা বলতে গিয়ে জানান, "বেশ কয়েকদিন ধরে একটানা গরমের কারণে পাট পচানোর কাজে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। বৃষ্টি হলেও তার পরিমাণ এতটাই কম যে, কোনো সুরাহা হচ্ছে না।" তিনি আরও বলেন, "এ বছর আবহাওয়ার কারণে পাট তেমন ভালো হয়নি। আর এখন পাট পচানোর জায়গাও নেই। আগামীতে কী হবে, তা আমরা বুঝে উঠতে পারছি না।"

এই পরিস্থিতি চলতে থাকলে জেলার বহু পাটচাষি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনীয় জল না পেলে পাটের গুণগত মান যেমন খারাপ হবে, তেমনই কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code