Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তা বন্ধ করে কর্মসূচি আর কতদিন সহ্য করতে হবে? ২১শে জুলাই নিয়ে প্রশ্ন বিচারপতির

রাস্তা বন্ধ করে কর্মসূচি আর কতদিন সহ্য করতে হবে? ২১শে জুলাই নিয়ে প্রশ্ন বিচারপতির 


Highcourt


রাস্তা বন্ধ করে কর্মসূচি আর কতদিন সহ্য করতে হবে? ২১শে জুলাই তৃণমূলের সভা নিয়ে মামলার শুনানিতে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়, এই প্রশ্ন তুলে আদালতে মামলা হয় সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, “এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব। শেষ সময়ে কর্মসূচির জায়গা বদলাব না।”

তৃণমূলের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “আগামী বছর থেকে শহিদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কি না, সেটা আপনাদের ভাবতে হবে।” ওই জায়গার সঙ্গে আবেগ জড়িয়েছে বলে সওয়াল করেন আইনজীবী। বিচারপতি ঘোষ বলেন, “সব রাজনৈতিক দলের বিভিন্ন জায়গা নিয়ে আবেগ থাকতে পারে। আমার যত দূর মনে পড়ছে, কোনও এক বছর ২১ জুলাইয়ের কর্মসূচি ব্রিগেডে হয়েছিল। এ ভাবে রাস্তা বন্ধ করে কর্মসূচি হবে, এটা কত দিন সহ্য করতে হবে?”

বিচারপতির মন্তব্য, “আমি বিভিন্ন মামলায় বলেছি রাস্তার এক-তৃতীয়াংশ ছেড়ে রেখে কর্মসূচি করতে হবে। সকাল ১১টার পর কর্মসূচি করতে বলুন। ওই সময় সবাই অফিস যান। ওই সময়টা ছেড়ে দিন।”

মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তৃণমূল আইনজীবী। গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এলেও ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয় বলে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি ঘোষের মন্তব্য, “ওই দিন কলকাতায় কোনও ট্র্যাফিক সংক্রান্ত সমস্যা হবে না, এটা কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দিয়ে জানাবেন? আপনাদের কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে।”

এই বছর শর্ত দিলেও আগামী বছর থেকে অন্য কোথাও কর্মসূচি করার জন্য জায়গা দেখার কথা জানান বিচারপতি। পাশাপাশি ট্র্যাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশ যা যা বিজ্ঞপ্তি দিয়েছে তা শুক্রবার জমা করার নির্দেশ দেন। শুক্রবার ফের মামলার শুনানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code