শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে চরম উত্তেজনা! মেয়র পারিষদ দিলীপ বর্মণকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ
শিলিগুড়ি, ৩০ জুলাই:
শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে ঘটল নজিরবিহীন ঘটনা। সভা চলাকালীনই মেয়র পারিষদ (MMIC) দিলীপ বর্মণকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় সভাকক্ষে।
সূত্রের খবর, একটি পুরনো বিল্ডিং ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মণ। সেই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের সঙ্গে তাঁর তীব্র বচসা বাঁধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
"যান, বেরিয়ে যান!" — এমন নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্য কাউন্সিলরদের তরফে, এমনই দাবি দিলীপ বর্মণের। তিনি অভিযোগ করেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাঁকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর থেকেই শহর রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের অন্দরেই কি মতবিরোধ? না কি গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুরনিগমে? দিলীপ বর্মণের বক্তব্য ঘিরে সেই প্রশ্ন উঠে এসেছে।
পুরনিগম সূত্রে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে দলীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল।
পুরনিগমের বোর্ড মিটিংয়ে এমন ঘটনা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি করছে নতুন উত্তাপ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊