Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় গোপন মধুচক্র ও মদ বিক্রির অভিযোগ, তিনজন গ্রেফতার

দিনহাটায় গোপন মধুচক্র ও মদ বিক্রির অভিযোগ, তিনজন গ্রেফতার



দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বাড়িতে মদ বিক্রির পাশাপাশি মধুচক্র চালানো হচ্ছিল। অবশেষে স্থানীয়দের তৎপরতায় সেই বাড়িতে হানা দিয়ে হাতে-নাতে ধরা পড়ে অভিযুক্তরা।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ফাঁড়ির পুলিশ। সেখান থেকে দুইজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সাহেবগঞ্জ থানায়।


এলাকাবাসীরা জানান, "আমরা অনেক দিন ধরেই এই বাড়ি নিয়ে সন্দেহ করছিলাম। এখানে বাইরে থেকে অনেক মানুষ আসতো, রাতে অদ্ভুত আচার-আচরণ চলত। বারবার বলার পরেও কেউ ব্যবস্থা নেয়নি। আজ নিজেরাই হাতেনাতে ধরে ফেলি।"


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপালি বর্মন, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ।


পঞ্চায়েত প্রধান রুপালি বর্মন বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এলাকায় এই ধরনের অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।”


এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code