অবশেষে মুক্তি: দিল্লী পুলিশের হাত থেকে ছাড়া পেলেন দিনহাটার সাত সাবেক ছিটমহলবাসী, খুশির আবহ পরিবারে
দিনহাটা:
অবশেষে মুক্তি পেলেন দিল্লি পুলিশের হাতে আটক হওয়া দিনহাটার সাত জন সাবেক ছিটমহলবাসী। মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বইছে পরিবার ও পাড়ায়।
বুধবার দুপুরে দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন সাবেক ছিটমহলবাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত। কয়েকদিনের উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান ঘটায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলির মুখে।
প্রসঙ্গত, গত শনিবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন দিনহাটার ৮ জন বাসিন্দা। তাদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে ছেড়ে দিলেও বাকিদের, যাদের সবাই সাবেক ছিটমহলবাসী, আটকে রাখা হয়। যদিও তাদের বৈধ নথিপত্র ছিল, তবু বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। দিনহাটা থানার পক্ষ থেকে সমস্ত নথিপত্র দ্রুত দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হয়।
অবশেষে সব দিক বিবেচনা করে মঙ্গলবার রাতে সাতজনকেই মুক্তি দেয় দিল্লি পুলিশ। এই ঘটনার পর সাবেক ছিটমহলের পরিবারগুলোর মধ্যে যেমন স্বস্তি এসেছে, তেমনি গোটা এলাকায়ও খুশির আবহ ছড়িয়ে পড়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊