মুসলমানদের দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে', সংখ্যালঘু নিয়ে দিলীপ ঘোষ
রাজ্যে মুসলিমদের নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরই এবার শোনা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। রাজ্য সভাপতি হয়ে প্রথম ভাষনেই শমীক 'মরছে মুসলমান, মারছে মুসলমান'-এর কথা বলেন। দিল্লী থেকে ফিরে একি সুরে সুর মেলালেন দিলীপ ঘোষও।
পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় 'মুসলমান ভোটের এরাই তো এজেন্ট। এরাই তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন। আজ যদি মুসলমানদের তেজপাতা বা এঁটো ভাঁড়ের মতো ব্যবহারের কথা ওঠে, তাহলে তার জন্য ত্বহা সিদ্দিকীও দায়ী, বাকি নেতাও দায়ী।আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদের মুঘলদের পরম্পরা মনে করেন, উত্তর পুরুষ মনে করেন, কিন্তু কেন এত ক্রিমিনাল, কেন মুসলিমরা এত অশিক্ষিত, কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালা হতে হবে, কেন ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না!' মন্তব্য করেন।
প্রসঙ্গত, 'মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি' এমনটাই মন্তব্য করেছিলেন তহ্বা সিদ্দিকী। ভাঙড়ের বোমাবাজির ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, 'ভাঙড়ে বোমাবাজি হয়েছে, কে মরছে, মারছে কে, জেলে যাচ্ছে সব মুসলমান। লাভটা কার হচ্ছে! এর জন্য বিজেপি দায়ী নয়...মুসলমানদের এখানে দাবার বোড়ের মতো ব্যবহার হচ্ছে।মোদী এটা করেননি, সবকা সাথ সবকা বিকাশ করেছেন।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊