ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা-পূর্ণ্যার্থীদের গাড়ি ধাক্কা মারল পাথর বোঝাই লরিকে
ধূপগুড়ি, ১৩ জুলাই: বাবাধাম (Babadham) যাওয়ার পথে সাতসকালে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল পূর্ণ্যার্থীদের (pilgrims) একটি ছোট গাড়ি। বৃহস্পতিবার সকাল ৬:৩০ নাগাদ ধূপগুড়ির ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ (Asian Highway 48) এ দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরির (stone-laden lorry) পেছনে সজোরে ধাক্কা মারে পূর্ণ্যার্থীদের ছোট গাড়িটি। এই দুর্ঘটনায় চালক সহ মোট চারজন গুরুতর জখম (seriously injured) হয়েছেন।
জানা গিয়েছে, পূর্ণ্যার্থীদের ছোট গাড়িটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুর্ঘটনার তীব্রতায় ছোটো গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে (Dhupguri Sub-Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে (Jalpaiguri Medical College) স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ (Dhupguri Traffic Police)। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊