'লক্ষ্য বিজেপি শুন্য বুথ'—দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ‘হিন্দু ডন’-এর
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য একটাই—দিনহাটা ৭ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে বিজেপিকে সম্পূর্ণ নির্মূল করা। সেই লক্ষ্যে সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে পুরোদমে।
এই প্রেক্ষিতে শনিবার দিনহাটা বিধানসভার ৬ নম্বর মন্ডলের সহ-সভাপতি ও বিজেপি নেতা তপন বর্মন ওরফে ‘হিন্দু ডন’ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
যোগদান পর্বে হিন্দু ডন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী নীতি এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কাজের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন।
তিনি বলেন, “আমি এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিতে সক্রিয় থাকব এবং দিনহাটা ৭ নম্বর কেন্দ্র থেকে বিজেপিকে চিরতরে মুছে ফেলাই হবে আমার মূল লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তপন বর্মনের মতো দীর্ঘদিনের বিজেপি সংগঠনের ব্যক্তিত্বের এই দলবদল নির্বাচনের আগে তৃণমূলের কাছে বড় পাওনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊