Latest News

6/recent/ticker-posts

Ad Code

সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে পূজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা

সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে পূজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা

Birbhum news


বীরভূমের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে আজ দুপুরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য এবং প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল।

মন্দিরে পা রেখেই মা ফুল্লরার চরণে মঙ্গলকামনায় পূজার্চনা করেন তাঁরা। শুধু নিজেদের পরিবার নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মঙ্গলকামনাও করে পূজো দিলেন অনুব্রত মণ্ডল।

তাঁর কথায়, "এই পবিত্র স্থানে এসে সবসময় শান্তি পাই। মা যেন বীরভূম জেলার প্রতিটি মানুষের ভালো রাখেন, এটাই প্রার্থনা করেছি।"

এদিন তিনি ফুল্লরা মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতির হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছেন। আমি আশাবাদী, পুলিশ সঠিক তদন্ত করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবে।”

অন্যদিকে, ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “এই বিষয়ে আমার কোনো তথ্য নেই, তাই কিছু বলছি না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code