Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক মাস ব্যাপী বৃক্ষরোপণ প্রচারাভিযান চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনর

এক মাস ব্যাপী বৃক্ষরোপণ প্রচারাভিযান চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনর

Tree plantation


একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের এই পৃথিবী জুড়ে বৃক্ষরোপণ করা ও বৃক্ষন নিধন বন্ধ করা যে গুরুত্বপূর্ণ তা আগেই জানিয়েছে বিজ্ঞানীরা। বড় বড় কলকারাখানা, অট্টালিকা, রাস্তাঘাটের জন্য নষ্ট হয়ে যাচ্ছে বহু বন থেকে গাছপালা। এই সময়ে দাঁড়িয়ে বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নিয়েছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন। ২৫শে জুন থেকে ২৫ই জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে।

মাটি হাতে হৃদয়ে ভারতের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে। সারাদেশের সাথে সাথে আমাদের কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালিত হচ্ছে তার অংশ হিসেবে আজ কদমতলা চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন সার্কেল থেকে হল প্রভাতফেরি। প্রভাতফেরিতে প্রচুর ছেলেমেয়েকে অংশগ্রহণ করতে দেখা গেল। এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ,ভালোবাসা ও দেশপ্রেম গড়ে উঠবে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন এর কোচবিহার জেলার সভাপতি জনাব সেকেন্দার আলী, জামাত ইসলাম হিন্দের অন্যতম সদস্য আফতার উদ্দিন সাহেব।

إرسال تعليق

0 تعليقات

Ad Code