Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! তড়িঘড়ি করা হল ঠিক

আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! তড়িঘড়ি করা হল ঠিক 

Alipurduar circuit house



আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! আর এ নিয়ে জোর বিতর্ক। বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়লো, তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পতাকা ঠিক করে দেওয়া হয়।

এদিন আলিপুরদুয়ারের সার্কিট হাউসে এমন চিত্র দেখে কার্যত হতভম্ব সাধারণ মানুষ। জাতীয় পতাকা লাগানো উল্টোভাবে! ঘটনায় শোরগোল পড়ে যায়। সার্কিট হাউসের মতো জায়গায় জাতীয় পতাকার উল্টো ভাবে রাখায় নিন্দার ঝড়।

এদিকে একাধিক প্রকল্পের উদ্বোধনে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা যারা কাজটা করেছে তাঁদের ব্যর্থতা। আলিপুরদুয়ারে জাতীয় পতাকা উল্টো করে লাগানো সেটা নিশ্চয় সরকার বা এখানকার পৌরসভার দোষ নয়। এটা যারা লাগিয়েছে তাঁদের ব্যর্থতা।

যদিও আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস বলেন, পতাকাটা কে লাগিয়েছে নিশ্চয় তৃণমূলের প্রতিনিধি লাগিয়েছে তাঁর দায় উচ্চ নেতৃত্ব নিতে পারছে না? তাহলে ওরা নীচু তলার নেতাদের কন্ট্রোলে রাখতে পারছে না।

إرسال تعليق

0 تعليقات

Ad Code