Latest News

6/recent/ticker-posts

Ad Code

মায়ের হাতে খুন শিশু কন্যা! চাঞ্চল্য দিনহাটায়

মায়ের হাতে খুন শিশু কন্যা! চাঞ্চল্য দিনহাটায়



মায়ের হাতে খুন শিশু। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিবাদের বলি আড়াই বছরের শিশু কন্যা! দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৩ নং জায়গীর বালাবারিতে এক মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের শিশু কন্যার। মা-ই খুন করলো শিশুকে। হাড় হিম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় পারিবারিক বিবাদের জেরে নিজের আড়াই বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এরপর পাঁচ বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করে। এরপর সে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। বড় ছেলের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষ। এরপর অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে এলাকাবাসী । তখন তারা জানতে পারে ততক্ষণে ওই মহিলা তার শিশু কন্যাটিকে শাশ্রুত করে মেরে ফেলেছে।

খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় এরপর সাহেবগঞ্জ থানায় এমনটাই খবর। নয়ারহাট ফারির পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 

إرسال تعليق

0 تعليقات

Ad Code