Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল!

বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল!

Humayun Kabir


বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ উপনির্বাচনে রেকর্ড জয়ের উল্লাসে উপনির্বাচনের ফল ঘোষনার দিন সবুজ আবিরে মেতে ওঠে কালীগঞ্জ। তৃণমূল কর্মী সমর্থকরা জয়ের আভাস পেতেই উল্লাস শুরু করে দেয়। আর এই উল্লাসের মাঝেই বোমার আঘাতে প্রাণ হারায় নয় বছরের শিশু। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। উপযুক্ত ব্যবস্থার কথা জানান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছে ন'বছরের তামান্না খাতুনের। কালীগঞ্জের নিহত বালিকার পরিবারকে আর্থিক সাহায্য দিতে গিয়ে, প্রবল ক্ষোভের মুখে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর্থিক সাহায্য নিতে অস্বীকার করে মৃত শিশুর মা। এর আগে সরকারের তরফেও ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল যখন, তখনও তামান্নার মা সাবিনা বলেছিলেন টাকা তিনি দেবেন, তাঁর মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তামান্নার মায়ের অভিযোগ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে।

দলের অনুমতি ছাড়াই হুমায়ুন কবীর গিয়েছে তামান্নার বাড়ি। দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য? হুমায়ুন কবীররের এই ঘটনার ফলে চাপে তৃণমূল। দলের অনুমতি ছাড়া কেন আর্থিক সাহায্য করতে গেলেন? বিধায়কের আচরণ দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। ফলে ডেবরার তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। 'আমি ব্যক্তিগতভাবে কালীগঞ্জ গেছিলাম। আমি অসুস্থ, এখনও চিঠি পাইনি, পেলে উত্তর দেব, প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের।

إرسال تعليق

0 تعليقات

Ad Code