Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA নিয়ে সুপ্রিম সময়সীমার শেষ দিন, আজ আবার ছুটি, কাটলো না ধোঁয়াশা!

DA নিয়ে সুপ্রিম সময়সীমার শেষ দিন, আজ আবার ছুটি, কাটলো না ধোঁয়াশা! 

Supreme Court


রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় ২৭ জুনের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের দেওয়া সময়সীমা শেষ হতে চলেছে আজ কিন্তু এখনোও ডিএ নিয়ে কোনো ঘোষনা করেনি রাজ্য সরকার। ডিএ মামলায় আদালত জানায়, শুনানির দিন থেকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে কর্মীদের দিয়ে দিতে হবে‌। আর সেই তারিখ শেষ ২৭শে জুন। ঘটনাচক্রে ২৭জুন রথের ছুটি। ফলে ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নেই। তাহলে কি সুপ্রিম নির্দেশের অবমাননা করলো রাজ্য? স্বাভাবিক ভাবে স্পষ্ট সুপ্রিমকোর্টের নির্দেশে মেনে ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য। 


সুপ্রিমকোর্টের নির্দেশের পর অধীর আগ্রহে ডিএ-র অপেক্ষায় ছিল রাজ্য সরকারি কর্মীরা । কিন্তু সুপ্রিম সময়সীমা পেড়িয়ে গেলেও ডিএ নিয়ে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মামলা কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। গত মে মাসে, দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়।

দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের ৩ পাতার অন্তর্বতী নির্দেশে বলা হয়েছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মচারীদের DA পাওয়ার অধিকার মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি ৪ই আগস্ট জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা DA পান ৫৫% হারে। গত বিধানসভা বাজেটে ৪% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত DA পান ১৮% হারে।


সূত্রের খবর, সময় বাড়ানোর আর্জি জানাতে পারে রাজ্য। যেহেতু ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের ডিএ নিয়ে হিসাব করতে হবে তা অনেকটা সময় সাপেক্ষ কারণ সার্ভিস বুক ধরে ধরে হিসেব করতে হবে ফলে সুপ্রিমকোর্টে সময় চাইতে পারে রাজ্য এমনটাই মনে করা হচ্ছে। 

إرسال تعليق

0 تعليقات

Ad Code