Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কোচবিহারের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কোচবিহারের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

STF arrests two people from Cooch Behar with brown sugar worth Rs 50 lakh


WB-50B-1074 নাম্বারের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষে ছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন। তবে পাচারের আগেই ফুলবাড়ী জটিয়াকালীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ওই দুই পাচারকারী।

পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, আটক করা হয় পাচারের ব্যবহৃত একটি গাড়ি।

পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক,গাড়ি ও দুই ব্যাক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code