Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গের রাজনীতিতে চমক! কংগ্রেস ছেড়ে তৃণমূলে শঙ্কর মালাকার

উত্তরবঙ্গের রাজনীতিতে চমক! কংগ্রেস ছেড়ে তৃণমূলে শঙ্কর মালাকার

Sankar Malakar


উত্তরবঙ্গের রাজনীতিতে চমক! এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে শঙ্কর মালাকার। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন জন বার্লা। এবার কংগ্রেস থেকে শঙ্কর। ফলে উত্তরবঙ্গে তৃণমূলের ভিত আরও মজবুত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া-নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। বুধবার দুপুরে কংগ্রেসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে বেলা সওয়া ৩টে নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন শঙ্কর।

বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শঙ্কর তৃণমূলে যোগ দিলেন। ‘উন্নয়নের স্বার্থে’ এবং ‘মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে’ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে শঙ্কর জানিয়েছেন।

শঙ্কর একজন বর্ষীয়ান প্রভাবশালী কংগ্রেস নেতা। তৃণমূলের ঘোর বিরোধী ছিলেন তিনি। তাঁকে দলে নিয়ে চমকে দিল তৃণমূল। তবে চিন্তার কারণ বিজেপির। কারণ এই প্রভাবশালী নেতার কারণেই শিলিগুড়ির একাধিক জায়গায় ত্রিমুখী লড়াই হয়েছিল ধাক্কা খেয়েছিল তৃণমূল। শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়ার মতো বিধানসভা আসনগুলিতে বারবার ধাক্কা খেতে হচ্ছিল তৃণমূল। অনেক ক্ষেত্রে সুবিধা পেয়েছে বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code